অন্নপ্রাশন উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা : শ্রীহান এর অন্নপ্রাশন উপলক্ষে দাস পরিবার স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে ৯ ডিসেম্বর। ৬৫ জন রক্ত দান করেন। রক্তদাতাদেরকে পরিবারের পক্ষ থেকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। রক্ত সংগ্রহ করে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল। শিবির মরণোত্তর চক্ষু ও দেহদান এর প্রচার করে । পুরো প্রোগ্রামটি সহযোগিতা করে শিবানিপুর সিদ্ধেশ্বরী যুব সংঘ।