August 21, 2025

পরিবেশকে বাঁচাতে আর নয় শব্দ বাজি

নিজস্ব সংবাদদাতা : দীপাবলি, কালীপূজা, ঈদ, সবেবৱাত, ব্যক্তিগত ও সার্বজনীন উৎসব – অনুষ্ঠানে নিষিদ্ধ শব্দবাজি, ক্ষতিকর আতশবাজি ও ডি.জে. বক্স -এর যথেচ্ছ ব্যবহার করে শব্দ দূষণ ও সামাজিক দূষণের প্রতিবাদে ২৪ অক্টোবর আমতা থানা থেকে আমতা সি. টি.সি. বাস স্ট্যান্ড পর্যন্ত নাগরিক পদযাত্রা -র আয়োজন করে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। পদযাত্রায় অংশগ্রহণ করে মঞ্চের সদস্য ছাড়াও আমতা -১ , আমতা – ২, উদয়নারায়ণ পুর -এর বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন এর সদস্য এবং সাধারণ মানুষ । সংগঠের তরফে জানা যায় যে আমতা নয় সংগঠন বিভিন্ন জায়গায় এরকম পদযাত্রা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *