August 21, 2025

বিকল্প খেলোয়াড়ের কীর্তি

সুরজিত দাস

ফুটবলে বিকল্প কথাটি বেশ পরিচিত।। কারণ কোচ চাইলেই যেকোনো খেলোয়াড়ের পরিবর্তে অন‍্য খেলোয়াড়কে নামাতে পারেন। কিন্তু এই বিকল্প পরিবর্তন কোনো সময় খেলার মাঠে  বাজিমাত করে কিন্তু  অনেক সময় বদনামেরও ভাগীদার হতে হয়। তেমনই এক দৃষ্টান্ত ইউরো ২০২০-এর ফাইনাল। ইংল‍্যান্ড বনাম ইতালি। এক রুদ্ধশ্বাস ফাইনাল ম‍্যাচ।তাও আবার ইংল‍্যান্ডের ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে। ইংল‍্যান্ডের দিকে ম‍্যাচ প্রায় ৭০% ঘুরে আছে।

বিশেষজ্ঞদেরও একই মত ইংলিশদের প্রথম ইউরো জয় প্রায় নিশ্চিত। হলও তাই ম‍্যাচের প্রথম দুই মিনিটের মধ‍্যে লুক শ্ব- এর গোলে এগিয়ে যায়  ইংল‍্যান্ড। ততক্ষণে ওয়েম্বলিতে উৎসব শুরু হয়ে গেছে। ইতালি ম‍্যাচে ফেরে ৬৭ মিনিটে লিওনার্দো বেনুচ্চি -এর গোলে। খেলা এক্সট্রা টাইমের দিকে গড়ালে দুই কোচই রণনীতির বদল ঘটান। ইতালির কোচ রর্বাতো মানচিনি দলে বিকল্প খেলোয়াড় নিয়োগ করেন। কিন্তু ইংল‍্যান্ড গুরু গ‍্যারেথ সাউথগেট পেনাল্টি শুট আউট বিষয়ে অতিরিক্ত সর্তক। কারণ তিনি নিজেও ১৯৯৬ ইউরো সেমিফাইনালে এই ওয়েলেম্বি স্টেডিয়ামে জার্মানির বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করে ইংল‍্যান্ডকে ছিটকে দিয়েছিলেন। তাই এই ফাইনাল ছিল তার শাপমোচন কাল। তাই তিনি ভালো পেনাল্টি শুটআউটারদের দলে নিয়োগ করলেন বিকল্প হিসেবে। শেষ কয়েক মিনিটের মধ‍্যে তিনি তিনটি পরিবর্তন করেন। তিনি ডেক্ল‍্যান রাইসের পরিবর্তে জর্ডান হেন্ডারসনকে নামিয়ে ছিলেন কিন্তু শেষমেষ তাকে আবার রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে মার্কাস র‍্যাশফোর্ডকে বিকল্প হিসেবে নিয়ে আসেন, যে কিনা সারা টুর্নামেন্টে মাত্র একটি ম‍্যাচ খেলছে! শুধুমাত্র পেনাল্টির জন‍্য!!!!! কিন্তু শেষরক্ষা হল না। যারা বিকল্প হিসেবে নেমেছিলেন শুধুমাত্র পেনাল্টির জন‍্য অর্থাৎ বুকেয়া শাকা,জেডন স‍্যাঞ্চো ও মার্কাশ র‍্যাশফোর্ড। তিন জনেই অবধারিত ভাবে পেনাল্টি মিস করলেন!!!!! ইংল‍্যান্ডের প্রথম ইউরো জয়ের জন‍্য আরো চার বছরের অপেক্ষা। কিন্তু গ‍্যারেথ সাউথগেট শাপমোচন করতে পারলেন না। উল্টে আরো এক শাপের বোঝা বাড়ল, মূলে সেই অভিশপ্ত পেনাল্টি শুট আউট!!!!!!

এরপর আসা যাক আরো এক পেনাল্টি শুটআউটের কথায়। এটির সংঘটনস্থল হিরো আইএসএল ২০২০-২১ এর সেমিফাইনাল দ্বিতীয় পর্ব। মুম্বাই সিটি এফসি বনাম এফসি গোয়া। সেমিফাইনালের প্রথম পর্বে ফল ২-২। কিন্তু দ্বিতীয় পর্বে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় পেনাল্টিতে। দুই দলই রিজার্ভ বেঞ্চের গোলকিপারকে সুযোগ দেওয়া হয়। দলের নির্বাচিত গোলরক্ষকরা উঠে যাওয়াতে দুই দলেরই বেশ সুবিধা হল। ম‍্যাচটি সম্পূর্ণ ভাগ‍্যের হাতে। গোয়ার ভারতীয় গোলরক্ষক নবীন কুমার। অন‍্যদিকে মুম্বইয়ের জাপানি গোলরক্ষক লেচ্চা। নবীন কুমার যদিও বা গ্রুপ লিগে একটি ম‍্যাচ খেলেছে কিন্তু লেচ্চা একেবারেই আনকোরা আইএসএলে প্রথম ম‍্যাচ খেলতে নেমেছে। দুই দলই প্রথম পাঁচটি শট

তিনটি গোল ও দুটি মিস করে। খেলা গড়ায় সাডেন ডেটথে্। কিন্তু নবীন কুমার অসাধারণ তিনটি সেভ দেন। অন‍্যদিকে লেচ্চা মাত্র একটি সেভ দেন! ম‍্যাচ জেতে মুম্বাই ৭-৬ গোলে। গোয়া চারটি শট গোলের বাইরে মারে। কোনো অপরিস্থিতির মধ‍্যে না পরেও রাজা হল লেচ্চা!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *