December 24, 2024

 প্রণবকুমার দাস

লক্ষ্য স্থির নয়, স্থির থাকে না

ক’জনই বা খুঁজে পায় লক্ষ্যের মানে,

পরিবর্তনশীল পরিস্থিতির গোলোকধাঁধায়

হাতড়ে ফেরে বিকল্পের সন্ধানে ।

কখনও মন্থর, কখনও রুদ্ধ,

আবার যখন স্তব্ধ হয় জীবনের গতি,

বিকল্প পন্থা, বিকল্প রাস্তা,

প্রয়োজনেই খুঁজে চলা বিকল্প পদ্ধতি ।

বিকল্প খাদ্যাভ্যাস, বিকল্প চাষবাস,

কারণে অকারণে বিকল্প বস্ত্র,

বিকল্প চিকিৎসা, বিকল্প জীবিকা,

বিজ্ঞান খুঁজে পায় বিকল্প অস্ত্র ।

পরিস্থিতির মোকাবিলায় বিকল্পের সন্ধান

কখনো পাইনা, কখনো পাই,

সবকিছুর বিকল্প খুঁজে পেলেও

ক্ষুধার কোনো বিকল্প নাই ।

————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *