হাওড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন

হাওড়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় ১৬ই সেপ্টেম্বর ২০২৪ মরিয়াস ডে স্কুলে।
প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে ছিল অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কাজল সেনের প্রয়াণে শোক প্রস্তাব ও স্মরণিকা প্রকাশ করা হয়। প্রেস ক্লাব পরিচালিত সাংবাদিকতা প্রশিক্ষণে ছাত্র ছাত্রীদের শংসাপত্র দেওয়া এবং ক্লাবের সদস্য গৌতম কুমার পাত্র, সমরেশ ধাড়া ও তারকনাথ খাঁড়াকে সদস্য সম্মাননা ও শৈলেশ্বর পান্ডাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ কমিশনার তথাগত পান্ডে, শিক্ষাবিদ ড: দেবব্রত মুখোপাধ্যায়, হরিজন সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি ড: শঙ্কর কুমার সান্যাল, প্রখ্যাত সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় ও সুজিত রায়, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি সঞ্জয় সিং প্রমুখ।