সাইকেলবাহী
উদয়শঙ্কর বাগ
রোজ সকালে বাজার সেরে
ছুটি আবার কাজে
অফিস থেকে ফিরেই আমি
টিউশানে যাই সাঁঝে ।
কাজগুলো সব দ্রুত সারি
সাইকেলে রোজ ছুটে,
ছোট্ট থেকেই সঙ্গী আমার
যায়নি আজও টুটে !
সাইকেলই তো বাহন আমার
বড়ই প্রিয় অতি , —–
তাকে ছাড়া যায় না চলা
পাই না কোনো গতি ।