হাওড়া প্রেস ক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস পালন
নিজস্ব সংবাদদাতা : ৮ই সেপ্টেম্বর হাওড়া প্রেস ক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মারিয়াস ডে স্কুলে ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠা দিবস পালিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট সুকুমার দত্ত, মারিয়াস ডে স্কুলের রেক্টর শিক্ষাবিদ অমিতাভ দত্ত, প্রখ্যাত সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দোপাধ্যায়, হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সম্পাদক ড. দেবব্রত মুখোপাধ্যায়, প্রখ্যাত প্রকাশক গৌতম আচার্য। সভাপতিত্ব করেন শৈবাল বসু। এছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি বাণীব্রত কাঁড়ার, সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ, প্রবীণ সাংবাদিক বিজন কুমার পল্যে ও সত্যজিৎ চক্রবর্তী প্রমুখ। এদিন ক্লাব সদস্য প্রশান্ত বিশ্বাস, শুভাশিস পাল, সৌমজিৎ চক্রবর্তী, নবীনচন্দ্র খাঁড়া, দেবাঞ্জন চৌধুরী ও স্বপ্না দত্তকে সম্মানিত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান-নাচ-আবৃত্তি পরিবেশন ও পঞ্চানন ঘোষালের বিজ্ঞান সচেতনামূলক ম্যাজিক প্রদর্শিত হয় ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায় ও সুমন গাঙ্গুলি।