১২তম সাংবাদিকতা প্রশিক্ষণ শিবিরের ও রবীন্দ্র নজরুল সন্ধ্যা
হাওড়া প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ‘১২তম সাংবাদিকতা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন ও রবীন্দ্র নজরুল সন্ধ্যা’ যথোপযুক্ত মর্যাদার সাথে পালিত হয় মারিয়াস ডে স্কুলের অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন আমাদের দুই পৃষ্ঠপোষক ডঃ শংকর কুমার সান্যাল ও শিক্ষাবিদ অমিতাভ দত্ত , সাংবাদিক অলি কর রাহা। সভাপতিত্ব করেন শৈবাল বসু। এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি বাণীব্রত কাঁড়ার, শুভেন্দু কুমার চট্টোপাধ্যায়, দুই যুগ্ম-সম্পাদক সৌরভ সিংহ, কৌশিক ঘোষ প্রমুখ ।
রবীন্দ্র নজরুল সন্ধ্যা পালিত হয় নাচ, গান ও কবিতার মধ্য দিয়ে ।