উদয়নারায়নপুর স্টেট জেনারেল হসপিটালে জাতীয় চক্ষুদান পক্ষ পালন

জাতীয় চক্ষুদান পক্ষ পালিত হল উদয়নারায়নপুর স্টেট জেনারেল হসপিটালে ৩১শে আগস্ট দিলীপ দে ফাউন্ডেশন, রাজবলহাট কালচারাল সার্কেল ও চৈতালী সংঘের উদ্যোগে । উপস্থিত ছিলেন সম্মানীয় হসপিটাল সুপার , নার্সিং স্টাফসহ ডাক্তরবাবুরা, নার্সিং শিক্ষার্থী ও আনান্য ব্যক্তিবর্গ ।