আ মা র ভা র ত মা তা

প্রিয়া কুন্ডু নন্দী
আমার দেশমাতৃদেবী,
শস্য শ্যামলে ভরা।
তাঁর আলতা পড়া দুই পায়ে –
ভৈরবী গান গেয়ে,
সুর বেঁধে এগিয়ে চলেছে
কেবল রক্ষার উদ্দেশ্যে।
সহস্র মানুষ আশ্রয় পেয়েছে,
মায়ামাখা সবুজ আঁচলের ওপর।
সর্বদা নিস্বার্থে নিজেকে উজাড় করে,
সাজিয়েছে আমাদের স্বদেশভূমি।
মাথার ওপর অসীম নীল আকাশ,
পায়ের তলার ঘাস জমির ওপর-
লক্ষ বীরেদের উচ্চারিত জয়ধ্বনি,
আজো সকলকে অনুপ্রাণিত করে।
প্রতিপদে কোন বাধা ছাড়া,
মুক্তধারার প্রতিস্রোতের মধ্যে-আজো,
স্বাধীনতার মন্ত্রধ্বনি ধ্বনিত হচ্ছে
জনতার কন্ঠে।