স্বা ধী নে র পঁ চা ত্ত রে

Hungry boy eating rice in bowl
তাপস বাগ
স্বাধীনের পঁচাত্তরে
শিশুটা কাঁদছে জোরে
বেবিফুড পায়না খেতে
ফ্যান ভাতে থাকছে মেতে।
স্বাধীনের পঁচাত্তরে
কাজও নেই সবার দোরে,
ও পাড়ার বলাই বিশু,
কচিতেই শ্রমিক শিশু।
স্বাধীনের পঁচাত্তরে
বিবেকও যাচ্ছে মরে,
ধনীরা মজায় বসে
গরিবে আঙুল চোষে।
স্বাধীনের পঁচাত্তরে
দেশটা ভরছে চোরে,
ছড়ানো শোষণ কাঁটা,
জ্ঞানীদের কুলুপ আঁটা।
স্বাধীনের পঁচাত্তরে
তাজা প্রাণ যাচ্ছে ঝরে,
বুকেতে বারুদ জমা,
দোষীদের নেইকো ক্ষমা।