সম্পাদকীয়

দীর্ঘদিন অতিমারীর আবহাওয়ায় বদ্ধ জীবন থেকে আস্তে আস্তে ছন্দে ফিরছে সাধারণ জনজীবন যদিও অতিমারী যে ক্ষতি করে দিয়ে গেছে তা পূরণ হবার নয়। বহু প্রিয়জনকে আমরা অকালে হারিয়েছি, বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরও প্রাণহানি ঘটেছে, কর্মচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। গোটা সমাজব্যবস্থায় এবং অর্থনৈতিক ব্যবস্থায় এর ক্ষতিকর প্রভাব আজও বিরাজমান। অনেক স্বার্থত্যাগ, পরিশ্রম ও গবেষণার সাহায্যে এই অসুখের মোকাবিলা করা সম্ভব হলেও পৃথিবী থেকে আতঙ্ক এখনও যায়নি।
সমস্যা নিয়েই তো জীবন তাই আর পাঁচটা কঠিন সঙ্কটের মতই আমরা ধীরে ধীরে ছন্দে ফিরছি।
গোটা পৃথিবী জুড়ে এখন এক অশান্ত পরিবেশ। এরই মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধের দামামা এখনও থামেনি। আমাদের নিজেদের দেশের সীমান্তেও নানা সমস্যা ও জঙ্গী আক্রমণ অব্যাহত রয়েছে। তবু এবছর আমাদের স্বাধীনতালাভের পঁচাত্তরতম বর্ষপূর্তি নিঃসন্দেহে জাতীয় ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা। এই বিষয়টিকেই এবছর আমরা শারদ সংখ্যার বিষয় নির্বাচন করেছি। তবে শুধুমাত্রই স্বাধীনতা নয় পঁচাত্তরকে উপলক্ষ্য করে আরও নানা বিষয় নিয়ে লেখা থাকছে।
করোনা অতিমারীর সময় থেকেই আমাদের পত্রিকার অনলাইন এডিশন প্রকাশ শুরু হয়েছিল। স্বল্প সময়কালের মধ্যে তা পাঠকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে এতে আমরা সত্যিই আনন্দিত। শারদ সংখ্যা কেমন হল তা বিচারের ভার পাঠক পাঠিকাদের উপরই থাকল।
সকলকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই।