August 21, 2025

পঁচাত্তর পার

প্রণবকুমার দাস

দেখতে দেখতে পার
পঁচাত্তর বছর —-
আমরা স্বাধীন ।
সত্যিই কি পেয়েছি স্বাধীনতা ?
আজও কি জানি
স্বাধীনতার সঠিক মানে ?

কথা তো ছিল —
সব জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়,
সব রং মিশে তৈরি হবে
সাদা ভারতবর্ষ ।

আজ,
পঁচাত্তর বছর পরেও দেখি —
শোষনের ভারতবর্ষ ।
কয়েকজন কালো —
দেশের সব রং শুষে তৈরি করছে
কালো ভারতবর্ষ ।

মানুষ দিশেহারা —
পঁচাত্তর বছর পেরিয়েও
খুঁজে চলেছে
স্বাধীনতার সঠিক মানে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *