উ মা এ ল

বিমান দাস
উমা এল মন ভিজিয়ে,
পড়ল ঢাকে কাঠি,
সাজছে আকাশ, সাজছে বাতাস,
সাজছে দেশের মাটি।
নতুন সাজে, নতুন কাজে,
মাতল এ জীবন,
পুজো মানে হৈ হুল্লোড়,
শুধুই মজার ক্ষণ।
পুজো মানে আড্ডা জমাট,
এদিক ওদিক ঘোরা,
সারা বছর সুখে দুঃখে
কাটিয়ে আবার ফেরা।
ছোট বড় সবার মুখে
মিষ্টি এবং হাসি,
সবার মনেই বাজছে শুনি
পুজোর ছুটির বাঁশী।
আসছে উমা, চলেও যাবে,
রইবে পড়ে স্মৃতি,
পুজোর কদিন প্যান্ডেলে তাই,
ঠাকুর দেখায় মাতি।