August 21, 2025

বাংলা থেকে চতুর্থ সাঁতারু

বয়স মাত্র ২৮, দফতরের কর্মী। বুলা চৌধুরী, রেশমি শর্মা,রিচা শর্মার পর বাংলা থেকে চতুর্থ মহিলা সাঁতারু হিসাবে তিনি সাঁতরে জয় করলেন জিব্রাল্টার প্রণালী।তিনি উলুবেড়িয়া নিমদীঘির বাসিন্দা তেহরিনা নাসরিন। বুধবার হাওড়া রুরাল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন তাঁর জিব্রাল্টার জয়ের অভিজ্ঞতা।তিনি জানান,তিন বছর ধরে চলা ভিসার সমস্যা মিটিয়ে গত ৯ আগস্ট স্পেনে পৌঁছেই গায়ে জ্বর নিয়ে ১১ আগস্ট তাকে জিব্রাল্টার প্রণালী পার করতে রওনা দিতে হয়। স্থানীয় সময় সাড়ে দশটায় তিনি জলে নামেন স্পেনের তারিফা দ্বীপ থেকে। গন্তব্য আফ্রিকার মরক্কো।তারিফা থেকে মরক্কোর দূরত্ব প্রায় ১৫কিমি।এই পথ যেমন দুর্গম তেমনই রয়েছে অসাবধানতায় মৃত্যুর ঝুঁকি পর্যন্ত। প্রেস ক্লাবে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় তিনি বলেন,এই পথ পার করতে তাকে সম্মুখীন হতে হয়েছে নানা বাঁধার সাথে। সামুদ্রিক প্রবল ঢেউ এর সাথে ছিল ভূমধ্যসাগরের তীব্র নোনতা জল ও আটলান্টিকের প্রবল ঠান্ডা জলের স্রোত।এই পথ দিয়েই বড় বড় কার্গো জাহাজও পরিবহন করে যার ফলে যেমন এই অংশটি জাহাজের তেল ভাসমান থাকে তেমনই জাহাজ চলাচলে বড় বড় ঢেউ-এর সৃষ্টি হয়।বড় বড় জাহাজের ঢেউ ও ভাসমান তেল দুর্গম পথকে আরও কঠিন করে তুলেছিল বলে জানান তেহরিনা।দুপুর ২ টো ৩৩ মিনিটে এই দুর্গম পথ অতিক্রম করে তিনি মরোক্কোতে তার সাঁতার শেষ করেন।এই পথ পেরোনোর সময় জেলিফিস-সহ নানা সামুদ্রিক প্রাণীর কারনে তিনি শরীরে বেশ কিছু চোটআঘাতও পান।কিন্তু কিছুই দমিয়ে রাখতে পারেনি তাকে।জিব্রাল্টার প্রণালী জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *