August 21, 2025

জাদু দিয়ে জন্মদিন পালন হোমে

নিজস্ব সংবাদ দাতা : অর্পন চট্টরাজ তার ২৫ তম জন্মদিন পালন করলো আদ্রা ” উত্তরন চিলড্রেন হোম ” এ। আদ্রা মনিপুরের ল্যাপরোসি রিহেবিলিটেশন সেন্টারের আবাসিক শিশুদের নিয়ে গড়ে ওঠা ” উত্তরন “। এখানে বসবাসকারী কুষ্টরোগীদের পরিবারের সন্তানদের মাঝেই এবারের জন্মদিন পালনে সিদ্ধান্ত নেয় অর্পণ। সাথে কচিকাচাদের জন্য এক ব্যাগ উপহারও নিয়ে যায় । শুরু করে একের পর এক যাদুর খেলা । প্রানখোলা আনন্দে মেতে ওঠে হোমের আবাসিক শিশুরা । সমাজের বুকে এখনো ব্রাত্য থেকে যাওয়া পরিবারের মুখে অনাবীল হাসি জন্মদিনের সব চেয়ে বড় উপহার বলে জানালো অর্পণ চট্টরাজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *