August 21, 2025

সুব্রত দাস

লক্ষ্মী-সরো, গণশা-কেতুর
ঝক্বি এবার কম নাকি ?
বাহনগুলোর কাহন-কথা
বর্ষা বুঝি দেবেই ফাঁকি !
টাপুর টুপুর, ইলশেগুঁড়ি
মুষলধারায় বৃষ্টি,
আনলো বয়ে যারপরনাই
কেবল অনাসৃষ্টি !!

পাখনা মেলে ঢাকনা খুশির
বললো খুলেই হংসরাজ,
আমার না-হয় যেমন তেমন
পড়বে মাথায় তোদের বাজ !
বললো ইঁদুর, পরেই সিঁদুর
বলিস কী ভাই হংসরে,
হিংসেমিতে তোর কাছে ঠিক
মানবেই হার কংসরে !!

ময়ূর বলে, ভয় কী ওরে
খুলেই রঙীন পুচ্ছ,
এ বর্ষা তো আমার কাছে
ভীষণ রকম তুচ্ছ !
বলতে পারিস লক্ষ্মী পেঁচার
কষ্ট হবে বেজায়,
বিরক্তিতে টের পাবে না
পাশ দিয়ে তার কে যায় !!

বললো পেঁচা, ধুস কী বলিস
থাকবো ধানের ঘড়ায়,
দেখবো আমায় কেমন করে
কে আমাকে নড়ায় !
সবচে’ ভালো থাকবো আমিই
বললো হেঁকেই কিং গো,
বর্ষাকে দিই হাজার দুয়ো
আই য়্যাম ফরেন সিংহ !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *