August 21, 2025

তাপস বাগ

দেবদেবীদের বাহন আছে
সিংহ – পেঁচা – হাতি
ময়ূর নিয়ে কার্তিকেয়’র
দেদার মাতামাতি।

বড়লোকের কুলীন বাহন
বিলাসবহুল গাড়ি
ইচ্ছে হলে যখন তখন
এরোপ্লেনে পাড়ি।

গরিব লোকে সাইকেলেতেই
করে দোকান – বাজার
রথ আর হাতিই ছিল জানি
বাহন মহারাজার।

দাদুর বাহন নক্সা ছড়ি
লাগছে না আর কাজে
ছোট্ট পুপুন নিজেই এখন
দাদুর বাহন সাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *