August 21, 2025

স্বা ধী নে র  পঁ চা ত্ত রে

Hungry boy eating rice in bowl

তাপস বাগ

 

স্বাধীনের পঁচাত্তরে

শিশুটা কাঁদছে জোরে

বেবিফুড পায়না খেতে

ফ্যান ভাতে থাকছে মেতে।

 

স্বাধীনের পঁচাত্তরে

কাজও নেই সবার দোরে,

ও পাড়ার বলাই বিশু,

কচিতেই শ্রমিক শিশু।

 

স্বাধীনের পঁচাত্তরে

বিবেকও যাচ্ছে মরে,

ধনীরা মজায় বসে

গরিবে আঙুল চোষে।

 

স্বাধীনের পঁচাত্তরে

দেশটা ভরছে চোরে,

ছড়ানো শোষণ কাঁটা,

জ্ঞানীদের কুলুপ আঁটা।

 

স্বাধীনের পঁচাত্তরে

তাজা প্রাণ যাচ্ছে ঝরে,

বুকেতে বারুদ জমা,

দোষীদের নেইকো ক্ষমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *