August 21, 2025

কাউন্ট ডাউন

সম্রাট মন্ডল

এবারের জলবায়ু সম্মেলনে র মূল মন্ত্রই ছিলো “Net zero” সেখানে সমস্ত বিশ্বের দেশগুলি প্রতিশ্রুতি নেয় যে জীবাশ্ম জ্বালানী থেকে কার্বন নিঃসরণ সম্পূর্ণ রূপে শূন্য করতে হবে।সবুজ শক্তি বা অচিরাচরিত শক্তির ওপরেই নির্ভরশীল হতে হবে আগামী বিশ্বকে।      আমাদের ভারত সরকারের পক্ষ থেকে ও এই একই প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে। IPCC (Intergovernmental Panel on Climate Change) রিপোর্ট অনুযায়ী ভারত খুবই ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উসনায়নের ফলে। নাসা ও জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (নোয়া) বিজ্ঞানীরা জানিয়েছেন যে 2021 সাল ছিলো গত 150 বছরে বিশ্বের 6th উষ্ণতম ও 120 বছরের ইতিহাসে ভারতের 5th উষ্ণতম বছর।

যেখানে সারা বিশ্বে 1.1 ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সেখানে ভারতের  কলকাতার তাপমাত্রা 2.6 ডিগ্রী সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে ।

শুধু যদি বায়ু দূষণের প্রসঙ্গেই আলোকপাত করা হয় তাহলে ভয়াবহ কিছু তথ্য আমাদের সামনে উঠে এসেছে।ওয়াল্ড এযার কোয়ালিটির রিপোর্ট (IQair) 2021তে বলা হয়েছে বিশ্বের 106 টি দেশের মধ্যে সমীক্ষায় ভারতের স্থান পঞ্চম সাথেই অতি সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের জনবহুল 100টি শহরের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে রাজধানী দিল্লি ও আমাদের কলকাতা রয়েছে. এছাড়াও স্টেট অফ ইন্ডিয়াস এনভাওরমেন্ট (SOE) 2019 এর রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র বায়ু দূষণের কারণে দেশে 12.5% মানুষ মারা যায় প্রতি বছর.গত একদশকে কলকাতায় দূষণের কারণে 1.25 লক্ষের বেশী মানুষ অকালে প্রাণ হারিয়েছেন;;অর্থাৎ প্রতি ঘন্টায় 2 জন শুধু শ্বাসকষ্ট জনিত কারণ ছাড়াও ক্যান্সার ও দৃষ্টি শক্তির ওপরের ভয়ঙ্কর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞরা গবেষণা করে বলছেন প্রায় 300 মিলিয়ন মানুষের দৃষ্টিশক্তি কাড়তে পারে বাতাসের এই বিষ।

এই সমস্যার নাম “এইজ রিলেটেড, ম্যাকুলার ডিজেনারেশন” আরো একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে সম্প্রতি।

সাধারণত বায়ু মন্ডলের অক্সিজেনের মাত্রা 21%. জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ভূ বিজ্ঞানী ক্রিস রেইনহার্ড গবেষণা তে জানিয়েছেন বায়ু মন্ডলের অক্সিজেনের পরিমান দ্রুত হ্রাস পাচ্ছে.নেচার জিও সায়েন্স পত্রিকাতে এটি প্রকাশিত হয়েছে। সারা দেশের মধ্যে দূষণের নিরিখে হাওড়ার অবস্থাও আশঙ্কাজনক কারণ পশ্চিম বঙ্গে সমগ্র জেলার মধ্যে বায়ু দূষণের নিরিখে কলকাতার পরেই হাওড়ার স্থান। ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট 2021 এর

তথ্যের ভিত্তিতে হাওড়ার মোট ভৌগোলিক এলাকা 1,467sqkm।যার মধ্যে ঘন বনাঞ্চল নেই,মাঝারী বনাঞ্চল 50 sqkm ও খোলা বনাঞ্চলের পরিধি মাত্র 253.77sqkm। সব মিলিয়ে 303.77sqkm যা কিনা  মোট ভৌগোলিক এলাকার 20.71%। গ্লোবাল ফরেস্ট ওয়াচ এর তথ্য অনুযায়ী হাওড়াতে 2001-2020 সাল অবধি 14 হেক্টর সবুজ ধ্বংস হয়েছে, যেটা 4.68কিলো টন co2 নিঃসরণ এর সমান। এর থেকেই স্পষ্ট সমগ্র দেশের মতই আমাদের জেলা হাওড়াতে বায়ুদূষণের মাত্রা বৃদ্ধির অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন, সবুজের অবক্ষয়, জলাভূলি ভরাট ,বায়ু মণ্ডলে অতিরিক্ত কার্বন নিঃসরণ ও গ্রীন হাউস গ্যাসের বৃদ্ধি।এসবের মূল কারণ মানুষের অপরিসীম চাহিদা ও লালসা ।

সুতরাং আমাদের নিজেদের তথা ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নের মডেল ও সার্বিকভাবে পরিবেশ বান্ধব চিন্তাভাবনা জনগণের মধ্যে পৌঁছে দিতেই হবে। এই দূষণের জন্যে আমরা সবাই  কম-বেশী দায়ী,তাই জনমনে চেতনা জাগাতে হবে। প্রতি নাগরিকের অংশগ্রহণ ছাড়া পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এক অলীক স্বপ্ন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *