স্বাস্থ্য সচেতনতা শিবির

দ্য ফ্রি থিংকিং হিউম্যানিস্টস আদ্রা শাখার উদ্যোগে ১৫ ই আগস্ট স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন ব্রাঞ্চ, আদ্রা শাখার অডিটোরিয়ামে। এই সেমিনারি বক্তব্য রাখেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিস চ্যাটার্জী । ডাক্তার বাবু তিনি জরায়ু ক্যান্সারের ওপর স্লাইডিং এর মাধ্যমে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। কিভাবে জরায়ুর ক্যান্সার হয়, কেন হয় এবং একে কিভাবে রিকভারি করা যায়। এছাড়াও উপস্থিত মহিলাদের ক্যান্সারের উপর পরীক্ষা করেন। সংস্থার সম্পাদক সত্যজিৎ চ্যাটার্জি ডাক্তারবাবুকে পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে বরণ করে নেন এবং জানান যে সংগঠন সারা বছরই বিভিন্নভাবে স্বাস্থ্য সচেতনতার উপর কাজ করে চলেছেন আদ্রার মধ্যে ।