হাওড়া
রাজদীপ ঘোষ
সমাধি আগের পাঁচশো বছর,
কারতে পারেনি কারোর নজর,
এড়ায় সবাই তার কদর, সে তো হাওড়া।
হাজার যন্ত্রনা তার জমেছে বুকে,
তবু সে থাকে ম্লান মুখে,
অশহায় ভাবে শুধু দেখে, সে তো হাওড়া।
কত সঙ্গীত বিক্রেতা কলকাতাকে নিয়ে গান লেখে,
কত কবি কলকাতাকে স্বপ্নের নয়নে যায় দেখে।
পায় না তো মান, হয় না তো গান,
শুধু তাকে নিয়ে, সে তো হাওড়া।
তোমার বুকের সরনী গুলো বৃষ্টির জলে ভরে,
বেওয়ারিশ শিশু তোমার বুকেই না খেতে পেয়ে মরে।
তবু তো হয় না, তার ভাবনা,
উন্নতি কল্পনা, সে তো হাওড়া।
হাওড়া উৎসব হয় কত মানুষ দেখতে আসে,
মনুষ্যত্ব যায়নি অনেকেই আছে তোমার পাশে।
কাদামাখা মাঠে ফুটবল খেলা,হয় সারাটা বেলা,
তবু পূঁজিবাদী ধর্মে মানুষ কেটেছে অনেকের গলা।
তবু প্রতিবাদী, লেখা অনাবাদী,
প্রনাম নিও মোদের, হাওড়া।