লক্ষ্মী আরাধনায় খালনা গ্রামের মানুষ

নিজস্ব সংবাদদাতা : আমতা ২ নম্বর ব্লকের খালনা গ্রাম লক্ষ্মী পূজার আরাধনায় করে আসছে . এই গ্রামে পারিবারিক পুজোর পাশাপাশি থিমের পুজোও চালু হয়েছে . এই পুজোকে উপলক্ষ্য করে চলে মেলা ও অন্য্ গ্রামের মানুষের মেলবন্ধন .
মালঞ্চ লক্ষ্মীমাতা ক্লাব
বলাই চরণ রায় স্মৃতি মন্দির
খালনা একতা সংঘ