পুজো পরিক্রমা

শহরে লোকজন য্খন দেবী দর্শনে ব্যস্থ তখন কোথাও প্যান্ডেল তৈরি করতে অথবা রঙ করতে ব্যস্থ শিল্পীরা তার পর দূর্গা দর্শন . তাই ষষ্টি থেকে শুরু হবে গ্রামের দূর্গা দর্শন.
এ বছর কোটের অর্ডারে দূর্গা দর্শনে বাধা , সেই বাধাকে উপেক্ষা করে ঘরে বসে দেখতে পাবেন বিভিন্ন জায়গার দূর্গা .
রামকৃষ্ণ প্রেম বিহার
বোয়ালিয়া সার্বজনীন দূর্গা পূজা কমিটি (পূর্ব পাড়া)
সালকিয়া আলাপণী
সব্যসাচী ক্লাব
অগ্রদূত ক্লাব
সালকিয়া মাতৃ সংঘ
শালবনি স্টেশন পাড়া দুর্গাপূজা
বাঁশা সার্বজনীন দূর্গোৎসব কমেটি (বর্ধমান)
মহেশ পুর সর্ব্বজনীন দুর্গোৎসব
আমতা বীণাপানি ক্লাব
জয়পুর উত্তর পাড়া কালী মাতা ক্লাব
আমতা শান্তি কানন
কর্ণেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব
মেদিনীপুরের দুর্গোৎসব