শরৎ মানে

জহর চট্টোপাধ্যায়
শরৎ মানে শিউলি-সুবাস, শিশির ভেজা ঘাস,
শরৎ মানে দৃষ্টি জুড়ে, ঢেউ খেলানো কাশ।
শরৎ মানে নীল নীলিমায়, মেঘের সাম্পান,
শরৎ মানে বাউল যোগীর, আগমনীর গান।
শরৎ মানে কুমোর পাড়ায়, ব্যস্ত সবাই তুঙ্গে,
শরৎ মানে দুর্গা আসে, ছেলেমেয়ের সঙ্গে।
শরৎ মানে ঠাকুর-তলায়, খড়ির আলপনা,
শরৎ মানে মেঘ রোদ্দুর, আলো ছায়ায় বোনা।
শরৎ মানে রোদের দুপুর, শীতলপাটি রাত,
শরৎ মানে বর্ষা অকাল, জলেই জীবন পাত।
শরৎ মানে উজান নদীর, পাড় ডিঙানোর হুমকি,
শরৎ এলে বানভাসিদের, চক্ষে নামে ঘুম কি ?