শরতের বাদ্যি

জহর চট্টোপাধ্যায়
শরতে ঢাক-টি বাজে
কুরু-ঢ্যাং ঢ্যাং-কুরু তে,
প্যান্ডেলে দুর্গা মা যে
এসেছেন সবার সাথে।
শরতে ঢোল-টি বাজে
টাকাডুম টাকডুমো তে,
জামা আর জুতোয় সাজে
সকলে খুব মজাতে।
শরতে কাঁসর বাজে
কাইনানা কাইনানা তে,
ছুটি পেয়ে সবাই কাজে,
ঘুরছে দিন ও রাতে।
শরতে সানাই বাজে
প্যাঁ-প্যাঁ-প্যাঁ প্যাঁপোর পোঁ তে,
আলো আর রঙের খুশী
ফুরোবে দিন চারেতে