ভয়েজার ১

ডঃ দীপঙ্কর ব্যানার্জি
গগনের পথ বেয়ে সব টান ছাড়িয়ে
উড়ে যায় আকাশে৷
মাটিকে বিদায় তার ফিরবেনা আরবার
মেলে ডানাদুটো সে৷
রকেটের আগুনে ঝলসিয়ে সঘনে
শুরু করে যাত্রা৷
বিজ্ঞানী নাসাতে উল্লাসে আশাতে
শোনে বিদায়ের বার্তা৷
যোগাযোগ রেখে যাবে পাঠাবে তথ্য ভবে
মহাকাশ ছবি সব৷
অনন্ত নিস্তব্ধ মাঝে কত নীহারিকা রাজে
নিঃসীম কলরব৷
সৌরজগৎ ছাড়ি আরও দুরে দেবে পাড়ী
ব্রহ্মান্ড কিনারায়৷
চল্লিশ সাল ভোর পেরোলো অনেক দোর
অসীমের সীমানায়৷
আজও ছুটে চলে সে এ প্রান্ত ও প্রান্ত চষে
যদি খুঁজে পায় প্রান—
তাদের বার্তা হেনে সংকেত দেবে এনে
মৃত্যুহীন সেই গান৷৷