কবি সুকান্ত ভট্টাচার্য

ডঃ দীপঙ্কর ব্যানার্জি
পূর্নিমার চাঁদ ঝলসানো রুটি যার কাছে,
বিদ্রোহের আগুন লাগে সব কবিতার মাঝে৷
দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দেন যে আগুন—
তা ছড়ায় চারিদিকে, পোড়ে শোষিতের মন৷
বঞ্চিত বুকে ব্যাথা অনুভবে, পৃথিবী গদ্যময়৷
কবিতায় তিনি ‘রানার’ কষ্ট করে দিয়েছেন ক্ষয়৷
তারারা হয়েছে অবাক আকাশে দেখে তার এই ছোটা৷
চিঠি আর টাকা ভর্তি রয়েছে পিঠের ঝুলিটা গোটা৷
কালজয়ী এই কবিতা লেখেন সুকান্ত ভটচাজ৷
সমাজে কুঠার মেরে জাগালেন চেতনা হৃদয়মাঝ