December 24, 2024

DVC র ছাড়া জলে দু-মাসের মাথায় দু-বার ডুবল হাওড়া জেলার আমতা-২ নং ব্লক ও উদয়নারায়ণপুর ব্লক

নিজস্ব সংবাদ দাতা : ঝাড়খন্ড সহ বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টির দরুন ডিভিসির ব্যারেজের জল বেড়ে যাওয়ায় জল ছাড়ার ফলে দামোদর নদীর বাঁধ উপছে দু’মাসের মধ্যে হাওড়া জেলার আমতা দু’নম্বর ব্লক ও উদয়নারায়ণপুর ব্লক বন্যায় ভেসে যায়। হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের প্রায় সব পঞ্চায়েত ও আমতা দু’নম্বর ব্লক এর সাতটি গ্রাম পঞ্চায়েত বন্যার কবলে পড়ে। এলাকার মানুষ ও সরকারের সহযোগিতায় রামপুর খালের বাঁধকে রুখে দেওয়ায় জয়পুর সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত বেঁচে যায় আমতা ২নং ব্লকের। যার ফলে আমতা ২নং ব্লকের সরকারের বিভিন্ন অফিস অর্থাৎ বি ডি ও, থানা ও কলেজ জলের তলা থেকে রক্ষা পেয়ে যায়।

বন্যার ফলে জমি ও পুকুর ডুবে এলাকার মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবেছে উদয়নারায়ণপুর ব্লকের স্টেট জেনারেল হসপিটাল, কলেজসহ থানা বি ডি ও । বন্যার জল ঢুকে যাওয়ায় পুজোর মুখে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন ভাবে। বন্যা কবলিত মানুষ সবচেয়ে সমস্যায় আছে পানিয় জলের। পানিয় জলের ব্যবস্থা করে চলেছে স্থানিয় সরকার। দুবার বন্যা হওয়ায় বাজারে সবজির দাম বারবে বলে সব মহলের অনুমান। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত গবাদি পশু। মাঠের ধান ও জমি নষ্ট হয়ে যাওয়ায় তাদের খাওয়ার খুব কষ্ট এখন এবং বন্যার পরবর্তী পর্যায়ে। যতক্ষণ না নতুন ধান উঠছে। তার ফলে গ্রামে গবাদি পশু পালনে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। বন্যার ফলে যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হয়েছে ঝিকিরা-হাওড়া ও উদয়নারায়ণপুর – হাওড়া রুটের।

গরু গুলোকে রাখতে হয়েছে উঁচু জায়গায়                                                    বন্যার জলে মাছ ধরতে ব্যস্ত গ্রামের মানুষ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *