December 23, 2024

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিন পালন

নিজস্ব সংবাদ দাতা : দ্য ফ্রিথিংকিং হিউম্যানিষ্টস্ আদ্রা শাখা ও ভারত স্কাউটস্ এন্ড গাইড আদ্রা-র যৌথ উদ্যেগে ২৬ সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিন ও দ্য ফ্রিথিংকিং হিউম্যানিষ্টস্ আদ্রা শাখার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো রক্ত দানের মধ্য দিয়ে । রক্তদান শিবিরের উদ্বোধন করেন দ : পূ: রেলওয়ে আদরার ডি আর এম মিনিশ কুমার । রক্ত সংগ্রহ করে রঘুনাথপুর সাবডিভিশ্যনাল সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাঙ্ক । সর্বমোট ৫০ জন রক্তদান করেন।।

দ্বিতীয় পর্বের  অনুষ্ঠানে ভারতে নবজাগরনে বিদ্যাসাগর শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন পুরুলিয়া জে কে কলেজের ইংরেজী বিভাগ প্রধান ছন্দম দেব ও জে কে কলেজ ইংরেজী বিভাগের অধ্যাপক অজয় গঙ্গোপাধ্যায় । এছাড়াও ছিল মরণোত্তর চক্ষু দান – অঙ্গদান ও দেহদান বিষয়ে আলোচনা ও অঙ্গীকার পত্র সাক্ষর । মুখ্যবক্তা ছিলেন দূর্গাপুরের মুক্তচিন্তা যুক্তিবাদী-র প্রধান সৌরভ দত্ত । সর্বমোট ২৭ জন মরণোত্তর চক্ষু দান- অঙ্গদান ও দেহ দানের অঙ্গীকার পত্রে সাক্ষর করেন । অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মসুচীতে অংশ নেন অনন্যা সুর – সুতীর্থা মজুমদার ও সুমিত বেরা । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানোয়ারা বেগম। সমগ্র অনুষ্ঠানটির সাফল্যের জন্য দুই সংগঠনের সদস্যদের অভিনন্দন জানান সত্যজিৎ চ্যাটার্জী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *