December 23, 2024

৩৬ তম জাতীয় মরণোত্তর চক্ষুদান পক্ষ পালিত হলো অমরাগড়ী চক্ষু হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা : ৫ই সেপ্টেম্বর মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্র সমূহের পরিচালনায় 36 তম জাতীয় চক্ষুদান পক্ষ পালিত হল অমরাগড়ী চক্ষু হাসপাতালে। এই সংগঠন বিগত 19 বছর ধরে চক্ষুদান পক্ষ পালন করে আসছে। অতি মারীর কারণে সারা বিশ্বে আর পাঁচটা সামাজিক আন্দোলনের মতো এই আন্দোলনে ভাটা পড়ে যায় তবুও কোভিড বিধি মেনে বিভিন্ন জেলার নানা সংগঠনের মিলিত প্রচেষ্টায় এক ছাতার তলায় গড়ে ওঠা এই সংগঠনটি মরণোত্তর চক্ষু ও দেহ দানের প্রয়োজনীয়তা তুলে ধরতে জাতীয় চক্ষুদান পক্ষ পালনের মঞ্চকেই বেছে নেয় । অমরাগড়ী যুব সংঘের নেতৃত্বে হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দেড়শ জন প্রতিনিধি ছত্রিশতম পক্ষ পালন অনুষ্ঠানে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন মনিমোহন শী এছাড়াও উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল জয়পুর থানার আধিকারিক অভিষেক রায়, গণ দর্পণ এর সম্পাদক স্বপন বন্ধু, যুব সংঘের সভাপতি নিমাই চন্দ্র রায় প্রমূখ । সকল বক্তা এই মহতী সামাজিক আন্দোলন কে দীর্ঘকাল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান এবং আন্দোলনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে মরণোত্তর চক্ষু ও দেহ দাতা পরিবারের সম্বর্ধণা দেওয়া হয় এবং স্বনির্ভর তার জন্য দুঃস্থ পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *