উদয়নারায়নপুর রাজ্য সাধারণ হাসপাতলে ৩৬ তম জাতীয় চক্ষুদান পক্ষ পালন
০৭ ই সেপ্টেম্বর ২০২১ উদয়নারায়নপুর রাজ্য সাধারণ হাসপাতালের সুপার, ডা. প্রভাস কুমার দাস, ডা.সমরেশ পন্ডিত, ডা.পল্লব কুমার দে ও অন্যান্য আরো ডাক্তারমন্ডলী, সিস্টার ও অফিস স্টাফের সহযোগিতায় ও উপস্থিতিতে মরণোত্তর চক্ষুদান বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ৩৬ তম জাতীয় চক্ষুদান পক্ষ পালন পালিত হল উদয়নারায়নপুর রাজ্য সাধারণ হাসপাতলে।