December 23, 2024

মা দুর্গার জয়

মিত্রা ঘোষ

 

অসহায় মানুষে আশার খোঁজেতে পরিশ্রমে জীবন কাটায়,

বাড়ির চাকরটাও পয়সার অভাবে দু-একটা পয়সা হাতায়।

লাশ-কাটা ঘরের রিপোর্টে, সায়ানাইড আসলেও হতে পারে তা ব্যার্থ,

কারন অর্থের চাপে তে সত্য চাপা পরে, সবার ওপরে হল অর্থ।

প্রতি বছর অন্তর, বছরে একবার হয় ঝকমারি পূজা,

চলতি বানী তে শুনেছি অসূর দমাতে আসেন মা দশভূজা।

সমাজের যারা মাথা, আনন্দে চুরি করেও হেসে খেলে জীবন কাটায়,

তবু দুগ্গা মা কখোনোই এই অসূর দের নাম লেখান না যমের খাতায়।

বড়োলোক মানুষদের দিনলিপির পাতা গুলো শ্রমজীবীর রক্তেই সই হয়,

তবু রোজ রোজ না মরে একদিন বাঁচতে সবাই বলে মা দুর্গার জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *