December 23, 2024

শিক্ষাগুরুর আলো

তাপস বাগ

শিখেছি পড়া, শিখেছি লেখা
শিখেছি ছবি আঁকা
শিক্ষকদের কথায় ছিল
স্নেহের পরশ মাখা।

জ্ঞান – বিজ্ঞান, অঙ্ক – ভূগোল
শিখেছি মায়ের ভাষা
জীবন জুড়ে শিক্ষকেরা
জাগিয়ে গেছেন আশা।

দেশ বিদেশের গল্প শোনা
মিষ্টি মধুর ছড়া
শিক্ষাগুরুর আলো দিয়েই
এই পৃথিবী গড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *