পাখির দুঃখ
মালতি দাস
প্রকৃতি মোদের দিয়েছে ডানা
মুক্ত আকাশে ঘুরতে ।
মানুষের দল তবু যে চায়
লোহার খাঁচায় পুরিতে।।
জানি না ওদের সুখ যে কোথায়
বন্দী করে মোদের।
দুঃখ দিয়ে সুখকে চাওয়া
নেই জ্ঞান নীতি বোধের ।।
মালতি দাস
প্রকৃতি মোদের দিয়েছে ডানা
মুক্ত আকাশে ঘুরতে ।
মানুষের দল তবু যে চায়
লোহার খাঁচায় পুরিতে।।
জানি না ওদের সুখ যে কোথায়
বন্দী করে মোদের।
দুঃখ দিয়ে সুখকে চাওয়া
নেই জ্ঞান নীতি বোধের ।।