স্বাধীনতা দিবস উদযাপন

১৫ ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অমরাগড়ি যুব সংঘের উদ্যোগে এলাকার বিশেষ ভাবে সক্ষম শিশু ও বয়স্কদের সহায়ক সরঞ্জাম প্রদান শিবির হয় অমরাগড়ি বৃদ্ধাশ্রম প্রাঙ্গনে | এই শিবিরে দেওয়া হয় ট্রাই সাইকেল , হুইল চেয়ার , ওয়াকার ইত্যাদি | সহায়ক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেন পার্বতী দেবী ট্রাস্ট | উপস্থিত ছিলেন আমতা কেন্দ্র -এর বিধায়ক সুকান্ত পাল, প্রধান দিলীপ জানা ও সংঘের সম্পাদক দেব কুমার দাস প্রমুখ |